Thursday, 3 July 2025

মাথা ফাটিয়ে বুক চিরে দেখিয়েআগুনে পুড়লেও পরবে না ফারাক কিছু...

হারিয়ে গেছি অনেক দূরে
খুজে পাবে না আর,
নিজেকে অনেক সামলে নিতে
শিখে গিয়েছি আজ।।
বোকার মতো অপেক্ষায় ছিলাম
ভেবেছিলাম সবই মিথ্যা! 
সময় আমাকে শিখিয়ে দিলো
আমি আমার স্বত্বা।
এসব লিখে কি আর হবে
বুঝবে না তোমার চিন্তা!
অসব ভালো স্মৃতি কিছু পুরনো সময়
ভালো সময়ের অপেক্ষা শুধু! 
মাথা ফাটিয়ে বুক চিরে দেখিয়ে
আগুনে পুড়লেও পরবে না ফারাক কিছু...

Wednesday, 2 July 2025

আজ ঠিক জিনিস গুলো তেও ভুল ভাবি

মাঝে মাঝে ভুল করতে করতে কখনো সঠিক জিনিস টা পেয়ে গেলেও আমরা ওটা চিনতে ভুল করে ফেলি কারন ততদিনে ভুল গুলো কে ঠিক ভেবে ভেবে সবকিছু কেই ভুল বুঝতে শিখে গেছি। তাই আজ ঠিক জিনিস টা কাছে পেলেও ভুল ই মনে করে আবার ভুলে যাই পুরনো নিয়মে।

Monday, 30 June 2025

স্বার্থে র জন্য নিজেকে শেষ করেছি তবুও মানুষ কে বিসর্জন দেই নি

জীবনে যখন নিজের সফলতা আর ভালোবাসা র মধ্যে বিচার করতে হয়, যে কোনো একটা বেছে নিতে হবে!আমি প্রত্যেক বারের মতোই ভালোবাসা কেই বেছে নেবো।কারণ আমি ভালোবাসার মানুষ টাকা দিয়ে কিনতে পারবো না কখনোই,আর যদি পেয়েও যাই তাহলে সেটা মোহ ছাড়া কিচ্ছু না টাকা দিয়ে কেনা জিনিস টা একদিন টাকা ফুরিয়ে গেলে আমাকে হারাতে হবে,কিন্তু ভালোবাসা আজীবন থেকে যাবে।তাই আমি বার বার ধরা দেবো ভালোবাসার কাছে, মাথা নিচু করবো ভালোবাসার কাছে,বারবার হেরে যাবো ভালোবাসার কাছে আর কষ্ট পাবো প্রতিদিন প্রতিনিয়ত নিজের স্বপ্নের জন্য এটা আমার ঈশ্বর দেখবে যে আমি নিজের স্বার্থে র জন্য নিজেকে শেষ করেছি তবুও মানুষ কে বিসর্জন দেই নি আমি স্বার্থপর না।আর আমি এখানেই জিতে যায় নিজের কাছে।

Saturday, 21 June 2025

স্বপ্ন ২

কেমন হবে যখন তিনজন বন্ধু সাইকেলে বাড়ি ফিরছে গান করতে করতে,একজন একলাইন তার পরের জন আর এক লাইন,ঠিক এমন একসময় হঠাত একজন নেই উধাও,বাড়ি ফিরে দেখি সে পৌঁছে গেছে,আর সে গম্ভীর। 
কেমন হবে যখন বলিউড আর হলিউড যুদ্ধ সেখানে হলিউড জিতছে কারন তাদের ক্ষমতা বেশি,আর ঠিক সেই সময় সামান্য একজন ছেলে স্নাইপার দিয়ে বলিউড কে জিতিয়ে দিলো।

Thursday, 12 June 2025

সুন্দরতা কি!

সুন্দরতা কি! গভীর ভাবে ভেবে দেখলে সুন্দর বলে কিছুই নেই আবার সমস্ত কিছুই সুন্দর। অনেকে বলে সুন্দর তোমার চোখের একরকম অনুভূতি যেটা এক একজনের চোখে এক একরকম ভাবে প্রভাবিত হয়।তাই আমি বলতে চাই এখানে দোষ টা কার! আচ্ছা কোন দোষের কথা বলছি!বলছি যে যখন কোনো কিছু দেখে ভালো লাগে মানে Psychologically মস্তিষ্কের মধ্যে অত্যাধিক পরিমাণে Dopamine release হয়,ঠিক তখনই ওই জিনিস টা বা ওই মানুষ বা যা কিছুই হতে পারে সেটা কে নিজের করে নিতে ইচ্ছে হয়,নিজের কাছে রেখে দিতে ইচ্ছে হয়।মানে যতদিন না ওটা তোমার হচ্ছে ততদিন ওটা পাওয়ার জন্য সবকিছু চেষ্টা করা শুরু হয়ে যায়,হয়তো একটা সময় পর সেটা নিজের কাছে পাওয়া গেল মানে নিজের কাছে চলে আসলো,আর তার পর থেকে কিছুদিন ওটা নিয়েই পাগল হয়ে সেটাই বুকে জড়িয়ে বা সেই কিছু কে অনুভব করা মানে একেবারে উন্মাদ হয়ে যাওয়া বলে যাকে,সে যাই হোক একটা বাস্তব সত্যি এটাই যে কিছু দিন যাওয়ার পর সেটা কিন্তু পুরনো হতে থাকে আর একঘেয়েমি লাগতে শুরু করে,কারণ প্রকৃতি সেই জিনিস টাকে নিজের মতো করে সুন্দর সাজিয়ে রেখেছিল আর তাই তুমি তার মায়া তে জড়িয়ে গেছিলে কিন্তু তুমি কখনো জানতে চেষ্টা করেছিলে যে সেই জিনিস টা কোন যত্নে সুন্দর ছিলো... আজ যে তোমার কাছে সেটা আর আগের মতো সুন্দর লাগে না আগের মতো dopamine release করে না কেন.?তাহলে আসলেই আসল আসামী কে? সঠিক দোষ টা কার? আসল দায়ী কে? আর এই কারনেই আজ সেই জিনিস টা তোমার কাছে নেই চলে গেছে প্রকৃতি র কাছে আবার সুন্দরী হতে 🌻

Wednesday, 11 June 2025

জামাই ষষ্ঠী হলে বৌমা ষষ্ঠী হবেনা?

জামাই ষষ্ঠী আসলেই,নাটক করে কিছু মেয়েরা আবার বৌমা ষষ্ঠী র রব তুলবে!কেন জামাই ষষ্ঠী হলে বৌমা ষষ্ঠী হবেনা?
_________________________________
কিছু মেয়েদের এতো হিংসাত্মক চিন্তা ভাবনা কেন বুঝিনা!আগাগোড়াই মেয়েদের কে সম্মান দিয়ে এসেছে সমস্ত পুরুষেরা তবুও এখন কার মেয়েরা একটু বেশি রকম করেই হিংসাত্মক চিন্তা ভাবনা অন্য নতুন ভালো চিন্তা ভাবনা র মেয়েদের মাথায় বিষ এর মতো করে ভরে দিচ্ছে। কেন এতো হিংসা পুরুষের উপর? কি ক্ষতি করেছে তোদের? সারাজীবন নিজের ঘাম ঝরিয়ে মাথা খাটিয়ে তোকে যে বাবা মানুষ করলো বড়ো করলো তারপর যখন বুকের ভেতর টা ফেটে গেলেও অন্যের হাতে তুলে দিলো আবার অন্য এক পুরুষের হাতে, যে পুরুষ সারাদিন তোর ভালোর জন্য কোথায় না কোথায় লড়াই করছে ঝগড়া ঝামেলা করে তোকে সুখ দেওয়ার জন্য সারাদিন রোদে পুড়ছে বৃষ্টি তে ভিজচ্ছে তোর খুশি র জন্য তারপরেও সেই বাবা সমান পুরুষ জাতি কে অপমান করে একতরফা গালিগালাজ করতে একটুও বুকের ভেতর বিবেকে আঘাত করে না...এতো কিছু করার পরেও একটা দিন নিজের শাশুড়ী র কাছে একটু আদর একটু ভালোবাসা পাচ্ছে বলে এতো হিংসা এতো ঈর্ষা কেন??এটাই কি নারীর আদর্শ???

কর্মফল এটাকেই বলে ঠিক আছে...🔄

অনেকে কর্মফল নিয়ে অনেক রকম মন্তব্য করে!
কিন্তু আসল কথা হচ্ছে যখন নিজের সাথে খারাপ কিছু ঘটে অন্য কোনো কারোর দ্বারা শুধু তখনই কর্মফলের গুনগান শোনা যায় কর্মফল এই কর্মফল ঐ
মানে মদ্দা কথা হচ্ছে অন্য কেউ খারাপ কাজ করলে বাজে কিছু করলে শুধু তখনই কর্মফল কনসেপ্ট মাথায় আসে তাই না আর যখন নিযে খারাপ কাজ করবে বাজে ভাবে আঘাত করবে সামনের মানুষটা কে, তখন সব ঠিক আছে নীতি বাক্য আমি যা করছি ঠিক ই করছি বাহ বাহ👏🏻👏🏻 কি সুন্দর নিজের বেলায় কিন্তু কর্মফলের কথা মাথাতেও আসে না তখন কিন্তু যা হয়েছে ভালো হয়েছে বেশ করেছি যা করেছি, নিজেই নিজের মনের মধ্যে বলে বসে এই টুকু ভুল করলে কিছু হবে না।সামনের মানুষ টাকে কিছু বলতে না পারলে কিছু করতে না পারলে রিটার্ন জবাব দিতে না পারলে মনে মনে তো ইচ্ছে মতো গালিগালাজ দেওয়াই যায় আর উপরে উপরে বলতে শোনা যায় সব উপর ওয়ালা দেখছে তাই না তুই তোর পাপের শাস্তি পাবি বাহ রে বাহ..👏🏻শুনে রাখো বন্ধু যে ব্যবহার টা তুমি এখন পেলে অন্যের দ্বারা একটু ভেবে দেখো এটাও কিন্তু তোমার কর্মফল ঠিক আছে.. বিনা কারণে কেউ তোমাকে কেউ কিচ্ছু করতে পারেনা প্রত্যেক টা মানুষ শান্তি তেই থাকতে চাই তুমি আজকে নিজের সুবিধা পূরণ এর জন্য নিজের পাওয়ার দেখিয়ে ক্ষতি করে যাবে সে হয়তো তোমাকে কিছু করতে না পারল কিন্তু কেউ না কেউ একদিন না একদিন ঠিক তোমাকে জবাব দিয়ে যাবে আর তুমি ভাববে আমি কিছুই করিনি তবু কেন ঐ মানুষ টা আমার সাথে এমন করলো! 🤔কর্মফল এটাকেই বলে ঠিক আছে...🔄

Thursday, 29 May 2025

I haven't forgotten you."

"The blue sky has lost itself in the clouds today,
Perhaps the sun won't come out waving its hands.
In the drizzle, my heart isn't getting wet today,
In seven notes, I'm singing of you, and I haven't forgotten you."☔🌻

একলা স্টেশনে দাড়িয়ে ছিলে

একলা স্টেশনে দাড়িয়ে ছিলে
আমি সাথে ছিলাম না বলে,
আমি তো অনেক দূরে থাকি
সুযোগ সুবিধা নেই বলে,
একটু অপেক্ষায় বোঝা যায়,
মনের অনুভূতি গুলো।।
সময় আসবে ঠিকই..
জানি অনেক দিন হলো।।
কিছুদিন পর তুমি আমি একইসাথে একইভাবে,
থাকবো একটা ঘরে..
কি জানি চিন্তা ভাবনা তো
অনেক তোমার,
প্রচুর,
বেকার ছেলে,
আমাকে নিয়ে।।😁