Monday, 3 March 2025

দিনের শেষে স্বচ্ছ ভালোবাসা টাই খুজতে গিয়ে হারিয়ে গেছে...দূরে চলে গেছে..🌻

ছোটো বেলায় একটা কথা মা এর কাছে শুনতাম.. " যেই ঠাকুরের যেমন পূজা নইলে ঠাকুর হয়না সোজা" সত্যি ই তো পায়েস এ নুন আর মাংসের ঝোলে চিনি দিলে কি আর ভালো লাগবে..?আসলে যে মানুষ যেটা চাই তাকে যতই ভালো কিছু এনে দাও সে তো পছন্দের জিনিস টাই চাইবে,যে কুকুর গু খেয়েছে তাকে যতই মাংসের হাড় মাছ ভাজা এনে দাও সামনে গু পেলে সে সেটা খাবেই।কিছু মানুষ ও তাই যে শুধু লাক্সারি টাকা অর্থ চাই তাকে তুমি যতই ভালোবাসা দাও তার মন ভরিয়ে ওঠাতে পারবে না..আর যার কাছে অর্থ টাকা পয়সা দামী গিফট এর কোন মূল্য নেয় তাকে তুমি যতই দামী গিফট এনে দাও সে দিনের শেষে স্বচ্ছ ভালোবাসা টাই খুজতে গিয়ে হারিয়ে গেছে...দূরে চলে গেছে..🌻

No comments:

Post a Comment