Tuesday, 18 March 2025

আমি একগুঁয়ে..

সময় অভ্যাস করতে শেখায় কিন্তু আমি হয়তো শিখিনি.. তার ইচ্ছে মতো...তার আদবকায়দায়...
কারন বারবার আমি নিজেই নিজের মতো থাকতে চেয়েছি তাই এক ই সময় বারবার ঘুরে ঘুরে এসেছে.. সময় এর কাছে আমিও একগুয়ে হয়ে গেছি ও আমাকে শেখাতে চাই আর আমি বারবার ওকে দেখিয়ে দেয় যে ওই পরিকল্পনা করা নিয়মে বাধ্য হতে চাইনা আসলে আমি আমার তৈরি করা নিয়মে ই যাকে বলে স্যাটিসফাই বোধ করি..কিন্তু ও আমাকে বার বার ভেঙে দিয়েছে বারংবার যতই আমি নতুন করে শুরু করেছি সময় আমাকে শূন্যে নামিয়ে শুন্য করে দিয়েছে.. আসলে ও আমাকে শূন্য দেখতে পছন্দ করে ওর ভালো লাগে আর আমিও একগুয়ে হয়ে আবার শুরু করি নতুন করে😆😅🤣😂
কি করবো ও আমাকে সাধু বানাতে চাইলেও আমি যে রাজার মতো থেকেছি আর থাকবো..কারন আমার নাম সেটা তো আর আমি আমাকে নামকরণ করিনি ওটা আমার বাবা দিয়েছে.. আর ছোটো থেকেই মা আমাকে রাজা বলেই ডেকেছে সেইটা আজ বুঝি আমার নামের একটা মানে আছে সেটা ওই আমার মায়ের দেওয়া নাম (সম্রাট) ♔... 
জানিস তো সময় পৃথিবীর থেকেও ভারী বস্তু হলো `মা🤱🏻

No comments:

Post a Comment