Friday, 7 March 2025

ওই কটা কাগজ এর জন্য জীবন টা কবেই যেন সাদা কাগজ হয়ে গেলো..

সারা মাস নিজের সব টুকু দিয়ে সব ভুলে মাসের শেষে কিছু কাগজ আর বাংকে কটা নাম্বার বেশি হলেই মন টাকে শান্তি মনে হয়!? লজ্জা করে না তুমি মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব কতো সম্ভাবনা আছে সব ভুলে সমাজের নিয়মে বাঁধা পরে নিজেকে বৃদ্ধ হতে দেখতে লজ্জা হয়? ছিঃ শেষ নিঃস্বাস এর কিছু সময় আগে গিয়ে হয়তো বুঝবে যে জীবন টা ওই কটা কাগজ এর জন্য জীবন টা কবেই যেন সাদা কাগজ হয়ে গেলো..."

No comments:

Post a Comment