ও আমার কাছে প্রতিদিন ঠিক ওই সময় তেই আসে।যদি কিছু বিস্কুট ওকে খেতে দেই।একদিন আমার সামনে এসে বসে বসে আমার দিয়ে চেয়ে চেয়ে লেজ নাড়িয়ে যাচ্ছিলো আমি তো ওর মুখের ভাষা ওতো ভালো বুঝিনা।কি মনে হলো ব্যাগ থেকে একটা বিস্কিটের প্যাকেট বেড় করে ওকেও দিলাম আমিও খেলাম।যতই হোক বাইরে থেকে ওর শরীর টা কুকুর আর আমার মানুষ এর চেহারা,কিন্তু একটা সত্যি এই যে ভেতরে একটা শক্তি আছে যে বাইরের খোলস টাকে বাঁচিয়ে রাখে।গতকাল যখন এলো ওকে বললাম ঠিক একই সময়ে কিভাবে মনে রাখিস ঘড়িটা তো তোর দেখার কথা না।আজকে আমি আছি তাই তোকে বিস্কুট বা যা থাকে তাই তোকে খেতে দেই,কাল যখন আমি আর এখানে থাকবো সেদিন কি কেউ তোকে ঠিক এই টাইমে দেবে।।আমি বললাম আজকে আমার কাছে কিচ্ছু নেই।।।দেওয়ার মতো কিছু ও বসে থাকলো তারপর আমিই ওকে তাড়িয়ে দিলাম নইলে সামনে বসে থাকলে ভালো লাগে না দেখতে।। যাই হোক এটা সত্যি যে আমার ওই এক প্যাকেট বিস্কুট না পেলে ও মরে যাবে না,শুধু আমি ই বেশি ভাবছি হয়তো দুইদিন পর ও আমাকে ভুলে যাবে অন্য কেউ ওকে বিস্কুট দেবে,সত্যি আমিই হয়তো মনে রাখবো আর ভেতর থেকে কষ্ট পাবো।।এটা শুধু ওর জন্য লিখলাম তা নয় এমন ঘটনা আমার জীবনে বারবার হয়েছে শুধু ওর জায়গায় অন্য কোনো চেহারা ছিলো আর আমি এখনো মনে করি ভুলতে পারিনা।।আর তারা ভুলে গিয়ে সুন্দর করে বেঁচে আছে।।।তাই থাকুক।।কিন্তু আমি কেন এমন আজও বুঝিনা..💔
No comments:
Post a Comment